Monday, August 1, 2016

অনিদ্রা (Insomnia/Sleeplessness) এবং হোমিওপ্যাথিক চিকিৎসা



অনিদ্রা (Insomnia/Sleeplessness)
  • দারুন নিদ্রাহীনতায় ক্যালকেরিয়া কার্ব-৩০ শক্তি দিনের বেলায় কয়েক মাত্রা সেবন রাত্রে নিদ্রা হবে।
  • উচ্চ রক্তচাপ বা স্নায়ু বিধানের উপদাহিতা হেতু অনিদ্রায় রাওলফিূ সাপেনটিনা Q ১০ ফোটা।
  • মানসিক পরিশ্রম অথবা দুশ্চিন্তাজনিত অনিদ্রায় প্যাসিফ্লোরা ইনকারনেটা Q ৫/৭ ফোটা গরম জলের সাথে ১ ঘন্টান্তর ২/৩ ডোজ।
  • বিষয়কর্মের অত্যধিক চিন্তার জন্য অনিদ্রা হলে কফিয়া ২০০, দিনে ১ বার।
  •  কেলিফস ৬x ২টি করে বড়িা সন্ধ্যায় ও শয়নের পূর্বে সেবনে সুনিদ্রা হয়।
  • শিশুদের বেলায় ক্যামোমিলা ৬ দিলে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে।
  • অনদ্রিার কুফল নিবারণে ককুলাস ইন্ডিকা ৩০ ৪ঘন্টান্তর সেব্য।
  • শোকাতুর ব্যক্তির অনিদ্রায় ইগ্নেশিয়া।
  • ক্রনিক অবস্থায় থুজা বা সিফিলিনাম সুন্দর ঔষধ।
  • অনিদ্রা দেখা দিয়া পুনঃ পুনঃ পাগল হওয়া রোগীকে থুজা ও সিফিলিনিমা ব্যবহারে রোগারোগ্য হয়।
  •  অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত অধঃ্যায়ন, রাত্রি জাগরন বা অনিদ্রাবশত অসুস্থ হইয়া পড়া, ঘুমের জন্য প্রাণ ব্যাকুল হইয়া পড়ে অথচ ঘুম আসে না ইত্যাদি অবস্থায় নাক্র ৩০, দিনে ২/৩ বার সেব্য।
  •  দুশ্চিন্ত, শোক, সম্পত্তি অথবা সুনাম নষ্ট বা বৈষয়িক বিপর্যয়ের পরে অনিদ্রায় কেলিব্রোম ৩০।
  •  কামোদ্দীপক স্বপন্সমূহ দ্বারা ব্যাহত নিদ্রা কোবালটাম-৩০, দিনে ২ বার।
  •  যৌনচিন্তার প্রভাবে অনিদ্রা র‌্যাফেনাস ৩/৩০, দিনে ৩ বার।
  •  রাত্রে পুনঃ পুনঃ লিঙ্গোচ্ছাসেরন জন্য অনিদ্রা এসিড পিকরিক ৩০, দিনে ২ বার।
  •  যৌন সঙ্গমের ইচ্ছায় রোগী সারারাত ঘুমোতে না পের জেগে থাকে ক্যালকেরিয়া কার্ব ৩০, দিনে ১ বার।
  •  ছোট ক্রিমির জন্য মলদ্বারে চুলকানি হেতু নিদ্রা ব্যাহত রোনহিয়া ৩০, দিনে ২ বার। রেটানহিয়া Q অলিভ ওয়েলের সাথে মিশিয়ে মলদ্বারে লাগালে সুনিদ্রা হয়।
  • শরীরের বিভিন্ন স্থানে স্নায়ুশূল হেতু অনিদ্রা কলোসিন্থ বা রাসটক্স ৩০ দিনে ১ বার।
  •  তীব্র ও ভীতিকর স্বপ্নের জন্য নিদ্রার ব্যাঘাত ঘটে ক্যালকেরিয়া আর্স ২০০ দুই দিন পর পর।
  • চিন্তার জন্য নিদ্রা যেতে পারে না শয্যাত্যাগ করতে বাধ্য হয় এমব্রাগ্রাসিয়া ৩০ দিনে ২ বার।
  • স্থির বিশ্রাম এবং স্ফুর্তিদায়ক নিদ্রা সৃষ্টি করে আলফআলফা Q ২০ ফোটা কের দিনে ২ বার।
  • হৃৎদমনীর উপসর্গ ক্লিষ্ট ব্যাক্তির অনিদ্রায় ক্রেটিগাস Q ৫ফোটা মাত্রায় দিনে ২ বার।
  • পূরুষাঙ্গ সারাক্ষণ বেদনাযুক্ত অবস্থায় খাড়া হয়ে থাকে এবং এজন্য নিদ্রাহীনতায় থুজা হাজার থেকেক ক্রামন্নয়ে অন্যান্য উচ্চতর শক্তি ব্যবহার্য।
  • রোগীর সেবা করার পর অনিদ্রায় ককুলাস ইন্ডিকা ৩০ দিনে ৩ বার।
  • প্রচন্ড অনিদ্রা রোগের কার্সিনোসিন ২০০, পানিতে মিশিয়ে ২/৩ দিন ব্যবহার্য্ দিনে ১ বার।

No comments: