আর্জেন্ট নাইট ত্রস্ত-ব্যস্ত, উত্তেজনায় মল,
অসহ্যেও মিষ্টি লিপ্সা, মলের রং বদল।
স্বরভঙ্গে কাটার ব্যাথা, মলের সাথে বায়ু,
গরম কাতর মাথা বাঁধে চুলকায় নাক পায়ু।।
ক্রিয়াস্থলঃ- অকাল বার্ধক্য, অতিরজঃস্রাব (বিধবা ও বন্ধ্যার), আসাড়ে প্রস্রাব, আক্ষেপ, আমাশয়, উদরাময়, উদরশূল, উদ্গার, কষ্টকর সহবাস, কোষ্ঠবদ্ধতা, গর্ভস্রাব প্রবনতা, গর্ভাবস্থা, চোখ ওঠা, চক্ষু পদ্রাহ, জরায়ুর অর্বুদ, তামাক খাওয়ার কুফল, ধ্বজভঙ্গ, পক্ষাঘাত, পাকাশয়ে ক্ষত, পিত্তবমি, পুঁয়ে পাওয়া, পেটফাঁপা, প্রদর স্রাব, মাথা ঘোরা, মাথা ব্যাথা, মানসিক লক্ষণ, মৃগী, যোনীদেশের রক্তস্রাব, স্বরভঙ্গ, হরিৎপীড়া।
কাতরতাঃ- গরম কাতর।
ক্রিয়ানশকঃ- কফি, দুধ, নেট্রাম মিউর।
ক্রিয়াকালঃ- ৩০ দিন।
হ্রাসঃ- মুক্ত বাতাসে, স্নানে, শক্ত বন্ধনে ও সঞ্চালনে।
বৃদ্ধিঃ- অন্ধকার ঘরে, ঠান্ডা খাদ্যে, মিষ্টান্ন, কুলপি বরফে, ব্যায়ামে, ডানপাশে শয়নে, লোক সমাগমে, মানসিক পরিশ্রমে ও আহারের পরে।
বিশেষ লক্ষণ (Characteristic Symptoms)-
- পেট বায়তে পরিপূর্ণ হওয়া ও অথ্যন্ত ফুলিয়া উঠা, মনে হয় যেন পেট ফাটিয়া যাইবে।
- ঢেকুর তুলিতে চেষ্টা করিলে কষ্টের সহিত উঠে।
- অত্যন্ত কষ্টদায় খেঁচুনি তাহার পূর্বেই রোগী মনে করে, মুখ ও মাথা যেন ফুলিয়াছে।
- একটি spasm চলিয়া গেলে সঙ্গে স্েগ আর একটি হওয়া পর্যন্ত রোগীর অনবরত নড়া চড়া ও ছটফটানি।
- দিবারত্রি আসাড়ে প্রস্রাব নিঃস্বরন।
- পদদ্বয়ে অত্যন্ত দূর্বলতা।
- গলার ভিতর যেন কাঠি দ্বরা খুঁচিতেছে এইরূপ বোধ।
- অত্যান্ত বিষাদ ও স্মৃতিশক্তির লোপ কোন বিষয়ে মনঃসংযোগ করিতে পারা যায় না সমান্য কারনেই যেন ক্লান্ত হইয়া পড়িতে হয়।
- মাথাঘোরা, চক্ষু বুঝিয়া কিম্বা অন্ধকারে বেড়াইতে চেষ্টা করিলেও মাথা ঘোরা।
- আধ কপালে মাথাধরা, মাথায় কিছু জোরে বাঁধিলে কথাঞ্চিত উপশম বোধ।
- মস্তিষ্কের বাম ভাগে কাটা কিম্বা খোঁচামারার মত ব্যাথ, বিশেষতঃ অক্সিপট অস্থি হইতে ফ্রন্টাল অস্থি পর্যন্ত যেন ঔ ব্যাথা বিস্তৃত হয়।
- কর্ণশূল-পুরাতন কান পাকা, সেই সঙ্গেকর্ণবিবরে একজিমা, কাণ ভোঁ ভোঁ করা সাতিশয় দূব্র্বলতাও সব্র্বশরীরের কম্পন, ফাইফস জ্বরের পর সম্পূর্ণ বধিরতা।
- অত্যন্ত পুঁজযুক্ত কনজিংটিভাইটিস নূতন বা পুরাতন কনজিংটিভাইটসের অথ্যধিক বৃদ্ধি ও সেই হেতু পুঁজ ও পিঁচুটিতে চক্ষু জুড়িয়া যাওয়া, চক্ষু রক্তবর্ণ হয় ও যন্থণা বৃদ্ধি হয়।
- শিশুদের চক্ষু রোগ।
- নাসিকর সেপ্টমে ক্ষত ও সেই হেতু পুঁজ ও রক্থনিঃসরণ এবং নাসিকায় কোন গন্ধ পাওযা য়ায় না।
- দন্তশূল ঠান্ডা জল, লাগিলে বৃদ্ধি টাইফয়েড় জ্বরে দাঁত কৃঞ্ষবর্ণ ধারণ করে, মাড়ী হইতে সহজে রক্থ পড়ে।
- মুখ ও জিহ্বায় ক্ষত।
- ঢেকুর উঠিলে পেট ফুলার কদাঞ্চিত উপশম।
- পাকস্থলীর নিম্নাংশে স্ফিত।
- আহারের অব্যবহিত পরেই পেটে বেদনা এবং যতক্ষণ পেটে ভুক্তদ্রব্য থাকে, ততক্ষণ বেদনা থাকে।
- আহারের পর এক ঘন্টার মধ্যেই বমন, অজীর্ণ রোগ ও গ্যাসটিক ক্ষত, প্রত্যক বার আহারের পর পেটে দবেদনা ও সই সঙ্ড়ে ঘন ঘন ঢেঁকুর উঠা বেদনা অনেক সমেয় পেট হইতে বক্ষদেশ পর্যন্ত বিস্তুত হয় এবং তাহাতে সময়ে সময়ে হৃৎস্পন্দনও উৎপাদিত হয়।
- অর্জর্ণ রোগ. েপেট ফোলা, পেট ডাকা সেই সঙ্গে হৃৎস্পন্দন।
- লিভার প্রদেশে ছুরি দিয়অ কাটার মত বেদনা।
- উদরাময় ও আমায়ে তরল পদার্থ পানের পর বাহ্যের বৃদ্ধি ও রে াগী মনে হয় যেন বাহ্য পানাহর করিতেছে তাহােই নামিয়া যাইতেছে।
- শিশু কলেরা, আমায় ও রক্তামাশয়।
- প্রস্রাবের সয় জ্বালা মনেয় যেন ইউরিথ্রা ফুলিয়াছে ও প্রস্রাবের শেষ বিন্দু যেন ইউরিথায় রহিয়া গেল।
- ডায়েবেটিস, সেই সঙ্গে পেটে বায়ুসঞ্চয় ও অজীর্ণ রোগ।
- ধ্বজভঙ্গ লিঙ্গ যেন শুকাইয়া ছোট হইয়া যায়।
- গণোরিয়া রোগ- প্রস্রাবের সময় জ্বালা, রক্ত প্রস্রাব ও পুঁজের মত স্রাব।
- রক্ত প্রদরের সহিত ডান ওভেরিতে কাটিয়া ফেরা মত ব্যাথা, নিয়ামিত সময়ে পূর্বে রজঃস্রাব হয়, উহা পরিমানে অধিক ও বহুদিন স্থায়ী হইয়া থাকে।
- ইউট্রাস হইতে রক্তস্রাব, সেই সঙ্গে মাথাব্যাথা, নড়িলে চড়ি০লে উহার বৃদ্ধি। স্বামী সহবাসে বেদনানুভব, ইউযট্রাসে ক্ষত, সামান্য স্পর্শনেতথা হইতে রক্তস্রাব, ইউট্রাসের প্রোল্যাপ্স সেই সঙেৃ্গ অস ও সার্ভিক্সের ক্ষত।
- প্রসুতির কলভলসন, অজীর্ণরোগগ্রস্ত স্ত্রীলোগদিগের ঘন ঘন গর্ভস্রাব।
- ঘন ঘন কাশি উহা প্রথমে শুষ্ক পরে সরল।
No comments:
Post a Comment