Sunday, July 24, 2016

Aphorism-6 : লক্ষণ সমষ্টি- Totality of Symptoms (চিকিৎসককে বুঝতে হবে যে, রোগ হচ্ছে কতকগুলো লক্ষণের সমষ্টি।)

অতীন্দ্রিয়  (চোখ-কান-নাক-জিহবা-ত্বক দ্বারা যা অনুভব করা যায় না) মতবাদগুলি পরীক্ষা দ্বারা চাক্ষুষ প্রমাণ করা যায় না বলে- যে সব দর্শকের মনে কোন কুসংস্কার নেই, তাঁরা যতই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করুন না কেন- প্রত্যেক রোগের ক্ষেত্রে রোগীর মনে ও দেহের সুস্থ্য অবস্থা হতে যে পরিবর্তন হয়েছে (অস্বাভাবিক ঘটনাবলী, আকস্মিক কষ্টকর লক্ষণ) যেগুলি বাহ্যিকভাবে ইন্দ্রিয় দ্বারা বোঝা যায়, সেইগুলি ছাড়া তারা আর কিছুই লক্ষ্য করেন না। অর্থাৎ সুস্থ্য অবস্থায় লোকটির যে যে স্বাভাবিক অবস্থা ছিল, এখন রোগে সেই সেই অবস্থার যে যে অস্বাভাবিক পরিবর্তন রোগী নিজে অনুভব করছে, তার সেবা শূশ্রুষাকারীগন দেখতে পাচ্ছেন এবং চিকিৎসক যা উপলব্ধি করছেন, তাই তিনি (কুসংস্কারবিহীন দর্শক) লক্ষ্য করেন। এই ইন্দ্রিয়গ্রাহ্য লক্ষণগুলি সম্পূর্ণভাবে রোগ প্রকাশ করে। কেবল এই সকল লক্ষণসমষ্টি দ্বারাই আমরা রোগের প্রকৃত চিত্র অঙ্কন করতে পারি।

No comments: