কি চিররোগ, কি অচিররোগ আরোগ্য করতে হলে চিকিৎসককে রোগের প্রধান কারণ বের করতে হবে। আর সে কারণেই অচিররোগের সর্বাপেক্ষা সম্ভাব্য উত্তেজক কারণের বিবরণ এবং চিররোগের বিস্তৃত ইতিহাস থেকে বিশেষ বিশেষ লক্ষণগুলি লক্ষ্য করতে হবে। এই সকল রোগের প্রধান কারণ প্রায়ই চিররোগউৎপাদিকা শক্তি/ক্রণিক মায়াজম। এই সকল বিষয় অনুসন্ধান করতে রোগীর শারীরিক গঠণ (বিশেষ করে পুরাতন রোগে), তার মানসিক ও চরিত্রগত বিশেষত্ব, তার জীবিকা, তার জীবন-যাপন প্রণালী ও অভ্যাস, তার সামাজিক ও পারিবারিক সম্পর্ক, তার বয়স, যৌন অবস্থা ইত্যাদি সকল বিষয়ই বিবেচনায় আনতে হবে।
No comments:
Post a Comment