Monday, July 25, 2016

Aphorism-7 : লক্ষণ সমষ্টি- Totality of Symptoms (লক্ষণসমষ্টিই উপযুক্ত ঔষধ নির্বাচনের একমাত্র নির্দেশিকা।)

রোগের কোন স্পষ্ট উত্তেজক বা পরিপোষক কারণ দূর করবার না থাকলে রোগের অস্বাভাবিক লক্ষণগুলি ছাড়া আর কিছুই বোঝা যায় না। সুতরাং যা রোগ সৃষ্টি করে তার অস্তিত্ব বিবেচনা করলে জানা যায় যে, উক্ত লক্ষণগুলি দ্বারাই রোগ ঔষধ প্রার্থনা করে এবং রোগীর শান্তির প্রকৃত ঔষধ নির্দিষ্ট করে দেয়। ঐ সমস্ত লক্ষণের সমষ্টি কিংবা আভ্যন্তরীক রোগের বা জীবনীশক্তির আক্রান্ত অবস্থার এই বাহ্যিক প্রতিমূর্তি দ্বারাই রোগ প্রয়োজনীয় ঔষধের চাহিদা জানাতে পারে। অর্থাৎ প্রত্যেক রোগের অস্বাভাবিক লক্ষণসমষ্টিই চিকিৎসক প্রধানতঃ লক্ষ্য করেন এবং তিনি তা কৌশলে দূর করে রোগের আরোগ্য ও স্বাস্থ্যে পরিবর্তিত করেন।

No comments: