Tuesday, July 26, 2016

Aphorism-9 : জৈব শক্তি (Vital Force)- জীবনীশক্তির প্রভাবে দেহ গতিশীল থাকে ও বিভিন্ন অঙ্গের মধ্যে ঐক্যবিধান সম্ভব হয়।

মানুষের সুস্থ্য অবস্থায় আত্মাস্বরূপ জীবনীশক্তি, যে শক্তি আমাদের স্থ’ল দেহকে সঞ্জীবিত/প্রানবন্ত রাখে, সম্পূর্ণ স্বাধীনভাবে অপ্রতিহত শক্তিকে শাসন করে এবং দেহতন্ত্রের সকল অংশকেই কি ইন্দ্রিয়সাধনে, কি যান্ত্রিক কাজে এমন সুন্দরভাবে পরস্পর পরস্পরের সাহায্যে জীবনকার্য পরিচালনায় রত রাখে যে, আমাদের বুদ্ধিবৃত্তিসম্পন্ন মন নির্বিঘেœ এই সচেতন ও সুস্থ্য দেহরূপ যন্ত্রকে জীবনের মহত্তর উদ্দেশ্যসাধনে নিযুক্ত করতে সমর্থ হয়।

No comments: