অনিয়মিত ঋতু-স্রাব (Irregular Menstruation)
সাধারণত নারীদের ২৮ দিন পর পর ঋতুস্রাব হয়ে থাকে এবং ৪-৫ দিন পর্যন্ত স্থায় থাকে। নানা কারনে এই স্রাব নিয়মিত হয় না কখনো দেরীতে হয় কখনো বা দ্রুত হয়। নারী দেহ হতে জননেন্দ্রীয়ের মাধ্যমে এই স্রাব এরকম অস্বাভাবিক নির্গত হওয়াকেই অনিয়মিত ঋতু-স্রাব (Irregular Menstruation) বলে। নানা কারনে এই স্রাব অনিয়মিত হতে পারে। নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো-
অনিয়মিত ঋতু-স্রাব (Irregular Menstruation) এর কারণ ঃ
- রক্তশূন্যতা এর একটি প্রধান কারন।
- ডিম্বকোষ থেকে নিঃস্বরন ঠিকমতো হয় না।
- হরমোনের অভাব এবং গোলমাল।
- জরায় ও ডিম্বকোষে রোগ হতে পারে।
- দেহের স্বাভাবিক পুষ্টির অভাব।
- দেহের ও যৌনাঙ্গের পূর্ণ গঠনের গোলমাল।
- গণোরিয়া, সিফিলিস প্রভৃতি রোগ থেকে।
অনিয়মিত ঋতু-স্রাব (Irregular Menstruation) এর লক্ষণ ঃ
- ঋতু-স্রাব হঠাৎ বন্ধ হয়ে যায় কখনো কখনো ২০/২৫ দিন বা তারও বেশী বন্ধ থাকে।
- কখনো কখনো ঋতু শুরু হবার পর ১০ বা ১৫ দিন ধরে কম বেশী চলতে থাকে।
- কখনো ঠিক চলে কখনো বা হঠাৎ নানা গোলমাল দেখা দিয়ে থাকে।
- কখনো তলপেটে ব্যাথ হয়ে থাকে।
- কখনো বা কালচে মতো রক্ত স্রাব হয়ে থাকে।
- কখনো বা রক্তে ছোট ছোট কাল রক্তের টুকরা দেখা দেয়।
নোট ঃ হোমিওপ্যাথিক একটি লক্ষণ ভিত্তিক সদৃশ্য
বিধান চিকিৎসা। যে কোন ঔষধ ব্যবহারের ক্ষেত্রে রোগীর শারিরীক, মানসিক সকল
অঙ্গ-প্রত্যঙ্গের যাবতীয় লক্ষণের সহিত ঔষধের লক্ষণ মিলিয়ে ঔষধ প্রয়োগ করা
হয়ে থাকে। আপনার যে কোন ধরনের সমস্যার জন্য দয়া করে একজন ভাল
হোমিওপ্যাখিক ডাক্তার এর পরামর্শ গ্রহণ করুন। কোন ঔষধই ডাক্তারের পরামর্শ
ব্যাতিত সেবন করা উচিত নয়।
ঔষধাবলী ঃ
- নিদ্র্রিষ্ট সময়ের আগে ঋতুস্রাব হলে কোনিয়াম খাওয়া উচিত। এতে আরোগ্য না হলে পালসেটিলা দেওয়া যেতে পারে। লােইকোপোডিয়াম এবং চায়না পর্যায়ক্রমে প্রয়োগ করা যেতে পারে।
- ১০/১৫ দিন অন্তর অন্তর ঋতু স্রাব হলে- ইগ্নেশিয়া, বেলেডোনা, ক্যালকেরিয়া কার্ব, নেট্রাম মিউর দেওয়া যেতে পারে।
- বহু বিলম্বে ঋতুস্রাব হতে থাকলে (৩০-৪০ দিন) ক্যালকেরিয়া কার্ব, ল্যাকেসিস, পালসেটিলা, সালফার দেওয়া যেতে পারে।
- ঋতু দীর্ঘস্থায়ী হলে- একোনাইট, বেলেডোনা, ইগ্নেশিয়া, নাক্সভম বা সালফার দেওয়া যেতে পারে।
আনুষঙ্গিক ব্যবস্থাঃ
- ঠান্ডা লাগা, রাত জাগা, অনিয়ম, নেশা পান প্রভৃতি নিষিদ্ধ।
- প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে- মাছ, দুধ, ছানা, মাংস, ডিম, সয়াবিন, কাজুবাদাম প্রভৃতি।
- ভিটামিনযুক্ত শাকসব্জি খেতে হবে- টমেটোনিদ্র্রিষ্, গাজর, পালং শাক, ভিজানো ছোলা প্রভৃতি।
- স্রাব কম বা ফোটা ফোটা হবার জন্য ব্যথা থাকলে গরম সেঁক (তলপেটে) উপকার পাওয়া যাবে। বেশী স্রাব হলে ঠান্ডা জল বা বরফ লাগালে উপকার হয়।
1 comment:
There are some natural remedies that can be used in the prevention and eliminate diabetes totally. However, the single most important aspect of a diabetes control plan is adopting a wholesome life style Inner Peace, Nutritious and Healthy Diet, and Regular Physical Exercise. A state of inner peace and self-contentment is essential to enjoying a good physical health and over all well-being. The inner peace and self contentment is a just a state of mind.People with diabetes diseases often use complementary and alternative medicine. I diagnosed diabetes in 2000. Was at work feeling unusually tired and sleepy. I borrowed a glucometer from a co-worker and tested at 760. Went immediately to my doctor and he gave me prescibtion like: Insulin ,Sulfonylureas,Thiazolidinediones but Icould not get the cure rather to reduce the pain abd brink back the pain again. I found a woman testimony name Comfort online how Dr Akhigbe cure her HIV and I aslo contacted the doctor and after I took his medication as instructed, I am now completely free from diabtes by doctor Akhigbe herbal medicine.So diabetes patients reading this testimony to contact his email drrealakhigbe@gmail.com or his Number +2348142454860 He also use his herbal herbs to diseases like:SPIDER BITE, SCHIZOPHRENIA, LUPUS,EXTERNAL INFECTION, COMMON COLD, JOINT PAIN, EPILEPSY,STROKE,TUBERCULOSIS ,STOMACH DISEASE. ECZEMA, PROGERIA, EATING DISORDER, LOWER RESPIRATORY INFECTION, DIABETICS,HERPES,HIV/AIDS, ;ALS, CANCER , MENINGITIS,HEPATITIS A AND B,ASTHMA, HEART DISEASE, CHRONIC DISEASE. NAUSEA VOMITING OR DIARRHEA,KIDNEY DISEASE, WEAK ERECTION.,PAINFUL OR IRREGULAR MENSTRUATION.Dr Akhigbe is a good man and he heal any body that come to him. here is email drrealakhigbe@gmail.com and his Number +2348142454860.
Post a Comment