Sunday, August 23, 2015

Aurum Metalicum (এরাম মেটালিকাম)

Aurum Metalicum (এরম মেটালিকাম)
Characteristic Symptoms (চারিত্রিক লক্ষণ)ঃ
  • উপদংশজনিত অস্থির পীড়া- বিশেষতঃ সেই সঙ্গে পারদের অপব্যবহার হইলে অধিকতর উপযোগী।
  • নাসিকার অস্থির ক্ষত (Caries of nasal bones)
  • নাসিকারন্ধ্রে ক্ষত (Ozoena)
  • অস্থি বা পেরি-অষ্টিয়মে বেদনা-রাত্রিকালে তাহার বৃদ্ধি ।
  • মানসিক অবসাদ ও বিষন্নতা (melancholy), জীবনে নৈরাশ্য (Weary of life) মনে মনে সদাই আত্ম-হত্যার ইচ্ছা ও সেই ভাবনায় অস্থির (harassed with thought of committing suicide)।
  • চক্ষু পীড়ায় বেদনা- যেন চক্ষুর বহির্ভাগ হইতে আরম্ভ হইয়া অভ্যন্তর প্রদেশে চালিত হয়, চক্ষু স্পর্শ মাত্রই বেদনার বৃদ্ধি।

No comments: