Sunday, July 24, 2016

মুখের দুর্গন্ধে শারীরিক যে সমস্যাগুলো প্রকাশ পায়

মুখে দুর্গন্ধ হওয়ার কারণ শুধুমাত্র অপরিষ্কার দাঁত নয়। এটি বেশিরভাগই হয় বিভিন্ন শারীরিক সমস্যার কারণে। তাই মুখে দুর্গন্ধ হলে তা অবহেলা করে এড়িয়ে যাবেন না৷ জেনে নিন কীভাবে বুঝবেন আপনার মুখের দুর্গন্ধে শরীরের কোন সমস্যাকে ইঙ্গিত করছে

১) যদি মুখের দুর্গন্ধ অ্যামোনিয়া ধরণের হয় অর্থাৎ কিছুটা প্রসাবের মত তাহলে সতর্ক হোন। কারণ এই ধরণের দুর্গন্ধ প্রমাণ করে আপনার টাইপ-১ ডায়বেটিসের সমস্যা হয়েছে ও দেহে ইনসুলিনের অভাব রয়েছে৷

২) যদি আপনার নিঃশ্বাসে মথবলের মতো দুর্গন্ধ পান তাহলে বুঝে নেবেন আপনার সাইনাসে সমস্যা রয়েছে। এর কারণ হচ্ছে নাকে ও গলায় মিউকাস জমে থাকা।

৩) যদি টক দুধের মতো টক টক ধরণের গন্ধ পান আপনার নিঃশ্বাসে তাহলে বুঝবেন আপনার খাবারে প্রোটিনের মাত্রা অতিরিক্ত বেশি হয়েছে। কিটোনের ভাঙ্গনের ফলে এমনটি হয়৷

৪) যদি আপনার নিঃশ্বাসে পচে যাওয়া মাংসের মতো দুর্গন্ধ পান তাহলে বুঝে নেবেন আপনার টনসিলের সমস্যা হয়েছে। টনসিলের কারণে সালফার উৎপন্নকারী ব্যাকটেরিয়া অধিক জন্ম নিলে এই দুর্গন্ধের সৃষ্টি হয়৷

৫) যদি আপনার নিঃশ্বাসে সকালে ঘুম থেকে উঠার মত গন্ধ সারাদিন বিদ্যমান থাকে তাহলে আপনার ‘জেরোস্টোমিয়া’ অর্থাৎ মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা হয়েছে। মুখে ভেতরের স্যালাইভা শুকিয়ে গেলে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়ে এধরনের দুর্গন্ধের সৃষ্টি করে।

৬) যদি আপনার নিঃশ্বাসে মাছের মতো দুর্গন্ধ হয় তাহলে বুঝে নেবেন আপনার কিডনি সমস্যা হয়েছে। কিডনি সঠিকভাবে কাজ না করলে নাইট্রোজেন উৎপন্ন হয় যা এইধরনের দুর্গন্ধের জন্য দায়ী।

৭) খুবই বাজে ধরণের বাথরুমের মতো গন্ধ পেলে বুঝে নেবেন আপনার মাড়িতে ইনফেকশন হয়েছে সুতরাং সাবধান। 

শারীরিক সমস্যা যদি বুঝে নিতে পারেন নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে, তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন৷
************************************************
(সংগৃহীত)

No comments: