Monday, July 25, 2016

Baptisia Tinctoria

ব্যাপটিসিয়া দ্রুতগামী দুর্বলতা, নিদ্রাচ্ছন্ন,
মল-মূত্র-শ্বাস দুর্গন্ধ, ভাবে অঙ্গ বিচ্ছিন্ন।
অঙ্গে ব্যাথা, অস্থিরতা, কুকুর কন্ডলী শয়নে,
মলত্যাগ শেষে কুন্থন, আমাশয় শরৎকালীনে।
 
উৎসঃ- খনিজ।
ক্রিয়াস্থলঃ- আসাড়ে বাহ্য, উদরাময় (শিশুদের) গর্ভস্রাবের উপক্রম, গলক্ষত, টনসিল, টাইফয়েড, রক্ত আমাশয় (বৃদ্ধদের), সূতিকাজ্বর।
কাতরতাঃ- শীতকাতর।
ক্রিয়ানশকঃ- ক্যম্ফর, নাক্স।
ক্রিয়াকালঃ- ৬-৮ দিন।
হ্রাসঃ- কুকুর কন্ডলী হয়ে থাকলে।
বৃদ্ধিঃ- রাতে, জ্বরের তৃতীয় দিনে, পেট ফুলে উঠে মখে দারুন দুর্গন্ধ, পুঁজে দুর্গন্ধ থেকে রোগ বৃদ্ধি।

 বিশেষ লক্ষণ (Characteristic Symptoms)-

  1. জ্বর-বিকার (Typhoid Fever)- বিকারে আচ্ছনতা- সেই সময়ে কোন প্রশ্ন জিজ্ঞাসা করিলে রোগী জবাব দিতে দিতেই নিদ্রাাভিভুত হয়।
  2. রোগী মনে করে তাহার অঙ্গ-প্রত্যঙ্গ সকল বিচ্ছিন্ন হইয়া পৃথক পৃথক পড়িয়অ আছে এবং রোগী বহু চেষ্টাতেও তাহাদিগের একত্র সমাবেশ করিতে পারিতেছে না- সেই জন্য রোগী অত্যন্ত ছটফট করে এবং কিছুতেই নিদ্রা যাইতে পারে না।
  3. জ্ব-বিকারে আচ্ছন্নতা, প্রলাপ-বকা, জিহ্বায় পাতলা পাটকিলে বর্ণের লেপ (Brown coating), জিহ্বার মধ্যভাগ নিতান্ত শষ্ক, দাঁতে ছেদলা (Soides in teeth).
  4. বাহ্যে, প্রস্রাব, ঘম্র্মাদি সকল স্রাবই দুর্গন্ধযুক্ত (all discharges fetid) নিঃস্বাসে পর্যন্ত দুর্গন্ধ থাকে।
  5. অত্যন্ত দুর্গন্ধময় বলক্ষয়কারী উদরাময়।
  6. রোগী যে ভাবে শয়ন করুক না কেন যে পাশ চাপিয়া শোয়, বোধ করে সেই দিক যেন থেৎলিয়া গিয়াছে অর্থাৎ অত্যন্ত বেদনানুভব করে।
  7. কঠিন দ্রব্য গিলতে অক্ষমতা।

No comments: