ব্যাপটিসিয়া দ্রুতগামী দুর্বলতা, নিদ্রাচ্ছন্ন,
মল-মূত্র-শ্বাস দুর্গন্ধ, ভাবে অঙ্গ বিচ্ছিন্ন।
অঙ্গে ব্যাথা, অস্থিরতা, কুকুর কন্ডলী শয়নে,
মলত্যাগ শেষে কুন্থন, আমাশয় শরৎকালীনে।
ক্রিয়াস্থলঃ- আসাড়ে বাহ্য, উদরাময় (শিশুদের) গর্ভস্রাবের উপক্রম, গলক্ষত, টনসিল, টাইফয়েড, রক্ত আমাশয় (বৃদ্ধদের), সূতিকাজ্বর।
কাতরতাঃ- শীতকাতর।
ক্রিয়ানশকঃ- ক্যম্ফর, নাক্স।
ক্রিয়াকালঃ- ৬-৮ দিন।
হ্রাসঃ- কুকুর কন্ডলী হয়ে থাকলে।
বৃদ্ধিঃ- রাতে, জ্বরের তৃতীয় দিনে, পেট ফুলে উঠে মখে দারুন দুর্গন্ধ, পুঁজে দুর্গন্ধ থেকে রোগ বৃদ্ধি।
বিশেষ লক্ষণ (Characteristic Symptoms)-
- জ্বর-বিকার (Typhoid Fever)- বিকারে আচ্ছনতা- সেই সময়ে কোন প্রশ্ন জিজ্ঞাসা করিলে রোগী জবাব দিতে দিতেই নিদ্রাাভিভুত হয়।
- রোগী মনে করে তাহার অঙ্গ-প্রত্যঙ্গ সকল বিচ্ছিন্ন হইয়া পৃথক পৃথক পড়িয়অ আছে এবং রোগী বহু চেষ্টাতেও তাহাদিগের একত্র সমাবেশ করিতে পারিতেছে না- সেই জন্য রোগী অত্যন্ত ছটফট করে এবং কিছুতেই নিদ্রা যাইতে পারে না।
- জ্ব-বিকারে আচ্ছন্নতা, প্রলাপ-বকা, জিহ্বায় পাতলা পাটকিলে বর্ণের লেপ (Brown coating), জিহ্বার মধ্যভাগ নিতান্ত শষ্ক, দাঁতে ছেদলা (Soides in teeth).
- বাহ্যে, প্রস্রাব, ঘম্র্মাদি সকল স্রাবই দুর্গন্ধযুক্ত (all discharges fetid) নিঃস্বাসে পর্যন্ত দুর্গন্ধ থাকে।
- অত্যন্ত দুর্গন্ধময় বলক্ষয়কারী উদরাময়।
- রোগী যে ভাবে শয়ন করুক না কেন যে পাশ চাপিয়া শোয়, বোধ করে সেই দিক যেন থেৎলিয়া গিয়াছে অর্থাৎ অত্যন্ত বেদনানুভব করে।
- কঠিন দ্রব্য গিলতে অক্ষমতা।
No comments:
Post a Comment