Sunday, July 24, 2016

Aphorism-3 : প্রকৃত চিকিৎসা বিজ্ঞানী ও স্বাস্থ্যরক্ষক- True Physician and Preserver of Helth

রোগে অর্থাৎ প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে (রোগ সম্বন্ধে জ্ঞান, সংকেত) কি আরোগ্য করিতে হইবে তাহা যদি চিকিৎসক পরিষ্কারভাবে বুঝিতে পারেন, ঔষধের আরোগ্য শক্তি কি (ঔষধের শক্তি সম্বন্ধে জ্ঞান) তাহা যদি তিনি উত্তমরূপে জানেন, স্পষ্টভাবে ব্যাখ্যাত মূলনীতি অনুসারে রোগীদের মধ্যে রোগ বলিয়া যাহা নিঃসন্দেহে জানা গিয়াছে তাহার উপযোগী করিয়া ঔষধের আরোগ্যকারী শক্তিকে কিভাবে প্রয়েঅগ করিতে হইবে তাহা যদি জ্ঞাত থাকেন, তবে নিশ্বয়ই আরোগেঃ্যর সূত্রপাত হইবে। ঔষধের কার্যকারিতা অনুযায়ী রোগের সর্বাপেক্ষা উপযোগী ঔষধ প্রয়েঅগ করিতে হইবে (ঔষধ নির্বাচন, সূচিত ঔষধ)। ঔষধ প্রস্তুত করিবার সঠিক পদ্ধতি কি এবং কি পরিমাণ ঔষধ প্রয়োগ করিতে হইবে (যথাযথ মাত্রা), তাহাও জানিতে হইবে। মাত্রা পুনরায় প্রয়োগ করিবার সঠিক সময় সম্বন্ধে জ্ঞান থাকে হইবে। সর্বোপরী প্রত্যেকি রোগীর ক্ষেত্রে আরোগ্যের পথে যে সব প্রতিবন্ধকতা আছে উহাদের কিভাবে দুর করিয়া আরোগ্য স্থায়ী করিতে হইবে সেই বিষয়ে তাঁহার অভিজ্ঞতা থাকা নিতান্ত প্রয়োজন। সম্যকভাবে এইসব্ অবগত থাকিলে তাঁহাকেই যক্তিবাদী চিকিৎসক বলা হয়। তিনিই আরোগ্য কলার প্রকৃত আরোগ্য বিধায়ক।

1 comment:

Anonymous said...

How to play Baccarat: Rules & Tips to Win at The Most
Baccarat is a kadangpintar game of skill for gamblers with a history of playing cards at the casino. Players compete against other หารายได้เสริม people and teams to win their 바카라 사이트